নিজস্ব প্রতিবেদক: যশোর জেনারেল হাসপাতালে করোনার টিকা নিতে গিয়ে সাংবাদিক জাহিদ আহমেদ লিটন, তার স্ত্রী ও ছোটভাই টিকাদান কেন্দ্রের কর্মী সাব্বির ও আরএমও দিপাঞ্জন সাহা কর্তৃক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রোটারী ক্লাব অব যশোর সেন্ট্রালের প্রেসিডেন্ট মনির হোসেন, সেক্রেটারি জাকির হোসেন রিপন, পাস্ট প্রেসিডেন্ট যোগেশ চন্দ্র দত্ত, মো. আলীম, পিপি মিল্টন চৌধুরী ও কাজী শাহেদুস সালাম। নেতৃবৃন্দ ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অনুরূপ বিবৃতি দিয়েছেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।
এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা একেএম গোলাম সরওয়ার। নেতৃবৃন্দ অবিলম্বে দোষিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।