নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত টি-টেন অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে যশোর ক্রিকেট কোচিং সেন্টার। বুধবার শামস্-উল হুদা স্টেডিয়ামে তারা চার উইকেটে হারিয়েছে এসএস ক্রিকেট একাডেমিকে। তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে জেলা ক্রীড়া কার্যালয় আয়োজিত এই প্রতিযোগিতার আয়োজন করে।
ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সব ক’টি উইকেট হারিয়ে ৪৯ রান করে এসএস ক্রিকেট একাডেমি। পরে ব্যাট করতে নেমে নয় ওভার এক বলে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় যশোর ক্রিকেট একাডেমি।
এসএস ক্রিকেট একাডেমির ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ১২ রান করেন ফারহান সিদ্দিক। বল হাতে যশোর ক্রিকেট একাডেমির সৈকত মল্লিক পাঁচ রান খরচায় নিয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট। যশোর ক্রিকেট একাডেমির ব্যাটিং ইনিংসে সর্বোচ্চ ১৬ রান করেন আরিফ। এ ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। বল হাতে এস এস ক্রিকেট একাডেমির রজিন নিয়েছেন সর্বোচ্চ দু’টি উইকেট।
এর আগে প্রথম সেমিফাইনালে যশোর ক্রিকেট একাডেমি আট উইকেটে কেশবপুর ক্রিকেট একাডেমিকে পরাজিত করে ফাইনালে পা রাখে। দ্বিতীয় সেমিফাইনালে এস এস ক্রিকেট একাডেমি ১৬ রানে ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে ফাইনালে ওঠে।
টুর্নামেন্টের ফাইনাল, দু’টি সেমিফাইনালসহ সাতটি ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করেছে রিপন অটোস প্রাইভেট লিমিটেড। এসব ম্যাচে সেরা খেলোয়াড় যারা হয়েছেন তারা হলেন, কেশবপুর ক্রিকেট একাডেমির অর্ঘ ঘোষ, এসএস ক্রিকেট একাডেমির রজিন, যশোর ক্রিকেট একাডেমির আরিফুজ্জামান, চতুর্থ ম্যাচে ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমির জাবিদ।
প্রথম সেমিফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন যশোর ক্রিকেট একাডেমির আসাদুল্লাহ হিল গালিব। দ্বিতীয় সেমিতে সেরা হয়েছেন এসএস ক্রিকেট একাডেমির অরণ্য পলক। ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন যশোর ক্রিকেট কোচিং সেন্টারের আরিফুজ্জামান।
ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন, রানারআপ ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিস খালিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম, এ আকসাদ সিদ্দিকী শৈবাল, স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক শফিয়ার রহমান মোহন, মঈনুদ্দিন রোম, মোস্তাক নাসির টনি, কাজী মশিউর রহমান রন্টু, শামীম এজাজ, সাবেক ক্রিকেটার ও রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দিন রিপন প্রমুখ।