কল্যাণ ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পাথরবোঝাই ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।
রোববার সকালের এ দুর্ঘটনায় কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাহমুদ জিন্সের কারখানার শ্রমিকরা।
আরও পড়ুন: আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, সুবিধাভোগীর জেল
এ সময় উত্তেজিত শ্রমিকরা প্রায় দুই শতাধিক গাড়ি ভাঙচুর করে। এদিকে চন্দ্রা থেকে নবীনগর সড়ক ও টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহত আজাদুল ইসলাম (৪৫) মাহমুদ জিন্স কারখানার নিরাপত্তা কর্মী। এ ঘটনায় আহত নারীসহ তিনজনকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে ঘটনাস্থলে ফুটওভার ব্রিজের দাবি জানান।
সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি আতিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে উত্তেজিত শ্রমিকরা নিহতের লাশ উদ্ধার করতে বাধা সৃষ্টি করছে।
১ Comment
Pingback: ফরিদপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত - দৈনিক কল্যাণ