মাগুরা প্রতিনিধি
মাগুরা সদরের জাগলা সাত মাইল নামক স্থানে ট্রাকচাপায় সুশান্ত শিকদার (৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে মাগুরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুশান্ত শিকদার উপজেলার জাগলা গ্রামের জিতেন্দ্রনাথ শিকদারের ছেলে।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা আহত সুশান্তকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা হয়েছে।
আরও পড়ুন:দাবদাহ থাকবে আরও সাত দিন