নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ট্রাকচাপার ঘটনাকে পাশ কাটিয়ে। এ জন্য তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি এই বিষয়টি জানিয়েছেন।
রাশেদ খান লিখেছেন, “মহান আল্লাহর দয়ায় একটি বড় দুর্ঘটনা থেকে সামান্য দূরত্বে রক্ষা পেয়েছি। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাকের চাপা থেকে পেছন থেকে আমার শ্যালক আমাকে টেনে ধরে না থাকলে বড় বিপদ ঘটতে পারতো। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।”
এর আগে তিনি একটি পোস্টে হাসপাতাল থেকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে সবার দোয়া রয়েছে। তার কারণে ফ্যাসিবাদবিরোধী শক্তির এই ঐক্য জাতীয় ঐক্যের দৃষ্টান্ত হয়ে উঠেছে।”
