বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস নামে পল্লী বিদ্যুতের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নূর ইসলাম নামে অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় শার্শার নাভারণ কলেজের সামনে এ ঘটনা ঘটে।
জান্নাত শার্শার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোরের মণিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মশিয়ার গাজীর মেয়ে। আহত নূর ইসলাম ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত ওজিউল্লাহর ছেলে।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, জান্নাতুল ফেরদৌস সহকর্মী নূর ইসলামের সঙ্গে মোটরসাইকেলে শার্শার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে নাভারণ বাজারে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে জান্নাত সড়কের ওপর পড়ে যায়। সে সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার মাথার ওপর দিয়ে পিষে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবারের স্বজনদের অনুরোধে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।