কল্যাণ ডেস্ক
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকচাপায় প্রিতী রানি নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ভুষিরবন্দর আত্রাই নদী ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রিতী রানি উপজেলার নতুন ভুষিরবন্দর এলাকার জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ভ্যানযোগে ভুষিরবন্দর বাজার যাচ্ছিলেন প্রিতী রানি। পথে আত্রাই নদী ব্রিজের সামনে এসে পৌঁছলে দিনাজপুরগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে সড়কে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ। তিনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: বাস খাদে পড়ে শিশু নিহত, আহত ১৫
