মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে ট্রাকের ধাক্কায় আরাফাত হোসেন (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। উপজেলার নহাটা ইউনিয়নের গোরস্তান মোড় এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আরাফাত উপজেলার দরিসালধা গ্রামের ধলা মিয়ার ছেলে। স্থানীয় নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল সে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আরাফাত হোসেন সাইকেলযোগে নহাটা যাচ্ছিল। গোরস্থান মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। তাতে গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নহাটা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ গৌতম ঠাকুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
