নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মাছ বিক্রেতা নাজির মিয়া নিহত ও ইন্দ্রো নামে একজন আহতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এদিনইযশোর শহরের চাঁচড়া বাবলাতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মাছ বিক্রেতা নাজির মিয়া নিহত ও ইন্দ্রো নামে একজন আহতের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এদিনই থানায় মামলাটি করেন নিহত নাজির মিয়ার ভাই যশোর সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়ার আব্দুল হক। মামলায় আসামি করা হয় চালক ও হেলপারকে।
মামলায় উল্লেখ করা হয়, নাজির মিয়া (৪৫) ও তার সহযোগী ইন্দ্র (৪১) একত্রে বাবলাতলায় মাছের পোনা বিক্রির কাজ করে। মঙ্গলবার সকাল ৬টায় চাঁচড়া বাবলাতলায় মহাসড়ক লাগোয়া রাস্তার উত্তর পাশে মাছের পোনার কাজ করার সময় চাঁচড়া মোড় থেকে খুলনাগামী ট্রাকের (ঢাকা মেট্টো-ট-১১-৭৩৪১) অজ্ঞাত নামা চালক ট্রাকটি বেপরোয়া গতিতে চালায়। সেখানে নাজির মিয়া ও ইন্দ্রকে চাপা দেয়। দু’জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক নাজির মিয়াকে মৃত বলে ঘোষণা করে।