নিজস্ব প্রতিবেদক
যশোরের খোলাডাঙ্গায় ট্রাকের হেলপার আসাদুল ইসলাম আসাদ হত্যা মামলার আসামি আলামিনকে দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই রিমান্ডের আদেশ দিয়েছেন। আসামি আলামিন যশোর শহরতলীর খোলাডাঙ্গা গ্রামের মফিজপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই অভিজিৎ সিংহ রায় জানিয়েছেন, গত ১ নভেম্বর সকালে শহরের খড়কি এলাকা থেকে ট্রাকের হেলপার আসাদুল ইসলাম আসাদের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ৩ নভেম্বর নিহতের পিতা শহরের খড়কি দক্ষিণ পাড়া শাহ আব্দুল করিম রোডের বাসিন্দা জহুরুল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি দিয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। আসামি আলামিনকে ৫দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। গতকাল শুনানি শেষে বিচারক তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
