ঢাকা অফিস
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এবার ঈদের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে বলেও জানানো রেলমন্ত্রী।
নুরুল ইসলাম সুজন বলেন, আগামী ১৭ এপ্রিলের টিকিট ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল এবং ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল বিক্রি হবে।
তিনি আরো বলেন, ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২২, ২৩ ও ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:গৃহহীনদের হাতে আরও ৩৯,৩৬৫টি ঘর তুলে দিলেন প্রধানমন্ত্রী
১ Comment
Pingback: ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সজাগ সরকার: আইনমন্ত্রী