নিজস্ব প্রতিবেদক
যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গেল ৭ জানুয়ারি ডামি নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। এটি কেবল দেশের জনগণ নয়, বিশ্ববাসীও বুঝে গেছে।
যশোর নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গেল অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কথিত নাশকতায় মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হয়ে কারাবরণকারী যশোর নগর ও সদর উপজেলা বিএনপির অধিনস্ত সকল ইউনিটের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ৭ জানুয়ারি শেখ হাসিনা ডামি নির্বাচনে জনগণকে নৌকার, ট্রাক ও ঈগলে ভোট দেবার জন্য আহ্বান করেছিল। আর তারেক রহমান আহ্বান করেছিল জনগণকে ভোটের মাঠে না যাবার জন্য। সেদিন দেশের ৯০ শতাংশ জনগণ শেখ হাসিনার ডামি নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার বইয়ে দিয়েছিল। এই যশোরে সেদিন ভোট কেন্দ্রে বানর পাহারা দিয়েছিল। ভোট কেন্দ্রে ভোটারের পরিবর্তে গরু ছাগলের বিচরণ ছিল সেটি জনগণ জানে।
পরে অনিন্দ্য ইসলাম অমিত অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে নগর ও সদর উপজেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের ২৩৭ জন নেতাকর্মীকে সংবর্ধনা প্রদান করেন।
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মো. মুছা, মিজানুর রহমান খান, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, সদর উপজেলা সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু, চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।