ডেন্টাল সার্জন’স ফোরাম যশোরের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: ডা. আরিফুল ইসলাম ও তার সহযোগী শোভন হোসেন সাদ্দামের বিচারের দাবিতে গতকাল প্রেসক্লাব যশোরের সভাকক্ষে সাংবাদ সম্মেলন করেছে ডেন্টাল সার্জন’স ফোরাম যশোরের নেতৃবৃন্দ। এ সংবাদ সম্মেলন থেকে ডেন্টাল সার্জন ডা. নাসিম জামান রিফাতের উপর হামলা, ডেন্টাল সার্জন’স ফোরামের নেতৃবৃন্দকে হুমকি ও তাদের নামে মিথ্যা অপপ্রচার করায় তীব্র নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ২১ মার্চ রাত ১০টার পর ডাক্তার নাসিম জামান রিফাত তার ব্যক্তিগত চেম্বার ঢাকার মিরপুর ১০ নম্বর বেনারসি পল্লীর রহমান’স ডেন্টাল কেয়ার থেকে রোগী দেখে নিচে আসা মাত্রই সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারপিট করে। এছাড়াও বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন রকম হয়রানিমূলক স্ট্যাটাস দিয়ে বিভ্রান্তি তৈরি করছে। সংবাদ সম্মেলনে বলা হয় ডা. আরিফুল ইসলাম সম্প্রতি আব্দুল্লাহ আল মামুনের প্রতিষ্ঠানে যেয়ে বিনা কারণে প্রাণনাশের হুমকি দিয়ে আসে। তার পরপরই ঢাকাতে সন্ত্রাসীদের হামলার স্বীকার হয় ডেন্টাল সার্জন ডা. নাসিম।
সংবাদ সম্মেলনে ডাক্তার নাসিম জামান রিফাতের মারপিটের ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সুস্থতা কামনা করেন ডেন্টাল সার্জন’স ফোরাম যশোর জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ডাক্তার ইয়াকুব আলী মোল্যা, সহ-সভাপতি মাহবুবুর রহমান, শামীম আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক বিধান কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক তানভির রহমান রিমু, দপ্তর সম্পাদক মাজারুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক মতিউর রহমান সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক তানভীর হায়দার তমাল, সমাজ কল্যাণ সম্পাদক সুকান্ত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক শের আলী ও সদস্য ইয়াসিন আল আমিন।