নিজস্ব প্রতিবেদক
যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস পরীক্ষায় যশোর কেন্দ্রে ৩ শিক্ষার্থীসহ ৬শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার কেন্দ্র পরিদর্শক দল অভিযান চালিয়ে এদের বহিষ্কার করেন।
এর আগে শনিবার বিভিন্ন গণমাধ্যমে নকলের উৎসব শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়। এ রিপোর্টের জের ধরে ঢাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব নাদিরা হায়দার, খুলনা বিভাগের বোর্ড সদস্য ডাক্তার মো. ইস্রাফিল হোসেন মুন্সী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন আকস্মিক এক অভিযান চালিয়ে প্রথম বর্ষের একজন ও তৃতীয় বর্ষের ২ জন শিক্ষার্থী এবং ৬শিক্ষককে বহিষ্কার করে।
এ বিষয়ে খুলনা বিভাগের বোর্ড সদস্য ডাক্তার মো. ইস্রাফিল হোসেন মুন্সী বলেন, বোর্ডের নির্দেশে যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস পরীক্ষায় পরিদর্শনে এসে তিনজন শিক্ষার্থী ও ৬ শিক্ষককে বহিষ্কার আদেশ দিয়েছেন।