নিজস্ব প্রতিবেদক
স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে পালিত হলো স্মার্ট ভূমিসেবা সপ্তাহ। সোমবার সকালে জেলা প্রশাসন আয়োজিত ক্যালেক্টরেট চত্বরে সপ্তাহব্যাপী ভূমিসেবা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাশ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেলা রেকর্ড রুম শাখা) ইউসুফ মিয়াসহ ক্যালেক্টরেট ও উপজেলা ভূমি কর্মকর্তা ও কর্মচারীরা।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন। বর্তমানে সর্বক্ষেত্রে ডিজিটালের ছোয়া স্পষ্ট। বর্তমানে দেশ এখন স্মার্ট হচ্ছে। এখন কোনো কাজের জন্য দপ্তরে দপ্তরে গিয়ে হয়রানি হতে হয় না। অনলাইনেই হাতের কাছেই সকল সেবা পাওয়া যায়। আগে জমির খতিয়ান, নামজারিসহ সকল কাজের জন্য জনগণকে অনেক সময় ও অর্থ ব্যয় করতে হতো। অনেকেই প্রতারিত হতো। কিন্তু এখন ঘরে বসেই কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই স্মার্টলি ভূমির যাবতীয় কাজ করা যায়। বর্তমান ভূমিসেবা স্মার্ট ভূমিসেবায় পরিণত হয়েছে। ভূমির যেকোনো বিষয়ে জানতে এখন আর গ্রামের মোড়লদের দ্বারস্থ হতে হয় না।
সপ্তাহব্যাপী চলমান এই ভূমিসেবা সপ্তাহে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান, বিবিধ মোকদ্দমার আবদেন গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যে কোনো পরামর্শ প্রদান করা হবে।
