নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফল ৬ ডিসেম্বর ২০২২ প্রকাশিত হয়েছে। এতে যশোরের বিসিএমসি প্রকৌশল ও প্রযুক্তি মহাবিদ্যালয় ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে। পর্ব ভিত্তিক ফলে কলেজটির গড় পাসের হার ৯৫ দশমিক ৩০ শতাংশ।
এর মধ্যে এ প্লাস (৪.০০) পেয়েছে ৭ জন। প্রথম পর্বে পাসের হার ৯২ দশমিক ৭৩ শতাংশ। এ প্লাস একজন। এছাড়াও জিপিএ ৩.৫০ এর বেশি পেয়েছে ৪১ জন। তৃতীয় পর্বে পাসের হার শতভাগ। এ প্লাস চার জন।
এছাড়াও ৩.৫০ এর বেশি পেয়েছে ৭০ জন। ৫ম পর্বে পাসের হার ৯১ দশমিক ৩০ শতাংশ, এ প্লাস দুইজন। এছাড়াও ৩.৫০ এর বেশি পেয়েছে ৪৪ জন। ৭ম পর্বে পাসের হার ৯৭ দশমিক ২০ শতাংশ, ৩.৫০ এর বেশি পেয়েছে ৭৭ জন।
বিসিএমসি চেয়ারম্যান প্রকৌশলী মো. আশরাফুল কবির বলেন, নিবিড় তদারকি এবং জীবনবান্ধব শিক্ষা কার্যক্রম চালু থাকায় আমরা বরাবরই ভালো ফল লাভ করছি। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে এ প্রত্যাশা রাখছি।