নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১ টায় যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে এ সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রুহুল আমিন।
বক্তব্য রাখেন আইডিইবি যশোর জেলা নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিন, পলিটেকনিক শিক্ষক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ম্যাকানিক্যাল বিভাগের চিফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার ওলিয়ার রহমান, শিক্ষার্থী হাসিব, সাজ্জাদ, মাশরাফুল ইসলাম রাতুল, মাহিন, স্নিগ্ধা, জুনায়েদ, ইয়াসিন, ইমামুল ও রোমেল।