ঢাকা অফিস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে দেয়া খাবার খাননি বলে জানা গেছ। রোববার (২৯ অক্টোবর) রাজধানীর মিন্টো রোড়ে অবস্থিত ডিবি কার্যালয়ে ফখরুলের জন্য খাবার নিয়ে আসেন তার বাসার দুই গৃহকর্মী।
এর আগে রোববার সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে মির্জা ফখরুলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান তাকে আটকের তথ্য নিশ্চিত করেন।
মির্জা ফখরুলকে আটকের পর তার স্ত্রী রাহাতারা বেগম জানান, পুলিশ প্রথমে বাসার ভেতর এসে কথা বলেন। এরপর তারা চলে যান, কিন্তু বাসার নিচে তাদের উপস্থিতি ছিল। ১০ মিনিট পর আবার বাসার ভেতর এসে মির্জা ফখরুলকে নিয়ে যায় পুলিশ।
এর আগে গত ২৯ জুলাই ডিবি কার্যালয়ে সোনারগাঁও হোটেলের খাবার এনে আপ্যায়ন করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে। এ ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল।