নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে মাদক ও চোরাই মালামালসহ চারজনকে আটক করা হয়েছে। চোরাই মালামালের মধ্যে রয়েছে ১১টি রেললাইনের লোহার পাত ও ২১ পিচ লোহার স্লিপার।
ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানিয়েছেন, গত ২৮ এপ্রিল সন্ধ্যার পর একটি টিম সদর উপজেলার চাউলিয়া মোড়ের ইসরাইল হোসেনের চাতালের পাশ থেকে রেলের যন্ত্রাংশসহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলো, অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের রবিউল ইসলাম, মোজাহার শিকদার, গাজী অহিদুল ও প্রেমবাগের মনিরুল ইসলাম।
উদ্ধার হওয়া ১১ পিচ রেললাইনের পাত ওজন ৬৩২ কেজি ও ২১ পিচ চোরাই রেলওয়ের স্লিপারের ওজন আনুমানিক ৭৫৭ কেজি। জব্দকৃত এসব যন্ত্রাংশের দাম এক লাখ ১২ হাজার টাকা। এঘটনায় এসআই কাজী আব্দুল মান্নান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
এছাড়া সোমবার ভোররাতে ডিবির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে অপর একটি টিম বেনাপোলের রঘুনাথপুর গ্রামের আব্দুর রউফের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি মালিক রউফ পালিয়ে যায়। এঘটনায় বেনাপোল পোর্ট থানায় এসআই শাহিনুর রহমান বাদী হয়ে রউফকে আসামি দিয়ে মামলা করেন।