নিজস্ব প্রতিবেদক
যশোরে ডিবি পুলিশ পরিচয়ে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ৫শ’ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শহরের দড়াটানা এলাকা থেকে যশোরের ডিবি পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো, সদর উপজেলার চাঁচড়া তেতুঁলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (২৮) এবং শহরের কারবালা এলাকার বাবু হোসেনের ছেলে রিমন হোসাইন (২৮)।
মাগুরা সদর উপজেলার গোপাল গ্রামের আব্দুর রহিম মিয়া (২৬) জানিয়েছেন, তিনি ঢাকার ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছেন। গত ১৫ মার্চ রাতে তিনি যশোরের পুলেরহাট এলাকায় ভগ্নিপতি রিয়াজের ভাড়াবাড়িতে আসেন। গত শনিবার সন্ধ্যার দিকে যশোর শহরের দড়াটানায় আসেন। রাত সোয়া নয়টার দিকে পায়ে হেঁটে ওই দুইজন এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এসময় আব্দুর রহিমের পকেটে কি আছে জানতে চায় ওই দুর্বৃত্তরা। কিছু নেই জানানো পরও তারা পকেট তল্লাশি করে মানি ব্যাগে ৫শ’ টাকা একটি নোট পায়। সেটি তারা নিয়ে নেয়। তিনি তাদের কাছে অনেক অনুনয় বিনয় করেন। কিন্তু টাকা ফেরৎ দিতে রাজি হয় না। সে সময় ডিবি পুলিশের একটি দল ওই পথ দিয়ে যাচ্ছিল। তারা বিষয়টি দেখতে পেয়ে দাঁড়ালে তিনি তাদের সব জানান। পরে ডিবি পুলিশ ওই দুইজনকে আটক করে। এরপরে তাদের দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। সেই সাথে তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সাথে ছিনিয়ে নেয়া একটি পাঁচশ টাকা নোট উদ্ধার করে।