সাতক্ষীরা জেলা প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনে পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জহুরুল ইসলামের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরার জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্যরা। ১৯ ফ্রেব্রুয়ারী শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত নেটওয়ার্কের সভার বক্তারা এ উদ্বেগ প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন ডিস্ট্রিক হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক সাতক্ষীরা এর আহবায়ক এড. আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মাধব চন্দ্র দত্ত ও এড. শাহানাজ পারভীন মিলি, সদস্য সচিব এড. মুনিরুদ্দীন। এছাড়া বক্তব্য রাখেন, নেটওয়ার্কের সদস্য প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আনিসুর রহিম, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, অধ্যক্ষ পবীত্র মোহন দাস, এড. খায়রুল বদিউজ্জামান, ডা. নজরুল ইসলাম, এড. নাজমুন নাহার ঝুমুর, ফারহা দিবা খান সাথী, ফরিদা আক্তার বিউটি, সাংবাদিক রঘু নাথ খান, আলী নুর খান বাবুল, রুহুল আমিন, সাকিবুর রহমান বাবলা, কর্ণ ঘোষ কেডি প্রমুখ।