নিজস্ব প্রতিবেদক
খুলনার ডুমুরিয়ায় ইজাজ মোড়ল (২৫) নামে এক ছাত্রদল নেতা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় তার ঝুলান্ত মরদেহ উদ্ধার করেছে। নিহত ইজাজ মোড়ল গুটুদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কোমলপুর গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে ইজাজ মোড়ল মোটরবাইক কেনার জন্য বাড়িতে টাকার কথা বলতেন। কিন্তু তার অভিভাবক বাইক কিনতে রাজি ছিলেন না। মুলত এ বিষয় নিয়েই তার যত ক্ষোভ ছিল। যা নিয়ে তিনি সপ্তাহখানেক আগে বিষপান করেন। কিন্তু তখন তিনি প্রাণে বেঁচে যান। এরই মধ্যে তিনি শুক্রবার বিকেলে ঘরের ভেতরে গলায় ফাঁস দেন।
এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য ইজ্জাত আলী মোড়ল জানান, ছেলেটি ছোট্ট বেলায় দুর্ঘটনার শিকার হয়ে একরোখা প্রকৃতির হয়ে যায়। যখন যা আবদার করবে, তখন তাই পূরণ করতে হবে। এরই মধ্যে মোটরবাইক কেনার জন্য উন্মদ হয়ে যায়। কিনতে দেরি হয়েছে, আর নিজেকে সামলাতে পারেনি। প্রথমে বিষপান ও পরে গলায় ফাঁস দিয়ে ছেলেটি অবশেষে না ফেরার দেশেই চলে গেল।
বিষয়টি নিয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, কারেন্ট-ইন্টারনেটের তার দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত ইজাজ মোড়লের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরোতহাল রির্পোট শেষে মেডিকেলের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে তার মরদেহ।