ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়ায় মানবিক সহায়তার উপহার নিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছেন জার্মান প্রবাসী সফটওয়ার ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান বাপ্পী। সোমবার সকাল সাড়ে ১১টায় চুকনগর ডিগ্রি কলেজ মাঠে অসচ্ছল পরিবারের লোকদের মাঝে এ উপহার প্রদান করা হয়।
শহিদুজ্জামান বাপ্পী চুকনগরের বাসিন্দা। ২০১৮ সাল থেকে স্বপরিবারে জার্মানীতে বসবাস করেন। বৈশ্বিক মহামরি করোনা শুরুর প্রথম থেকে আজ পর্যন্ত কর্মহীন হয়ে পড়ে থাকা মানুষের সহায়তা করে আসছেন। প্রত্যেকটি ধর্মীয় উৎসবের সময় অস্বচ্ছল পরিবারের পাশে গিয়ে দাঁড়ান বাপ্পী। এমনকি অর্থের অভাবে চিকিৎসা না করতে পারা অসুস্থ লোকদের পাশে গিয়ে আর্থিক সহায়তা ছাড়াও চিকিৎসার ব্যবস্থা করেন। তারই ধারাবাহিকতায় সোমবার চুকনগর ডিগ্রি কলেজ মাঠে ৬০০ অস্বচ্ছল পরিবারের মাঝে ১০ কেজি চিকন চাল, ২ ধরনের ডাল, তেল, চিনি, লবণ ও খেজুর উপহার প্রদান করেন।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াদুদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, আওয়াম লীগ নেতা ও চুকনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরদার শরিফুল ইসলাম চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন, ডুমুরিয়া জাতীয় দৈনিক সাংবাদিক ফোরামের সস্পাদক সুমন ব্রহ্ম প্রমুখ।
তার এই কাজে সহায়তা করার জন্য কাজ করছেন কয়েকজন সেচ্ছাসেবী। এই সেচ্ছাসেবীরা হলেন মিনারুল ইসলাম খান, ওজিয়ার রহমান, বিল্লাল হোসেন, জাহিদ হোসেনসহ অনেকে।