ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: কঠোর পুলিশ পাহারায় ডুমুরিয়া উপজেলা সদরের দুধ বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা উদ্ধারে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। রোববার সকাল ১০ টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
ডুমুরিয়া উপজেলা সদরের দুধ বাজার এলাকাসহ পালবাড়ির পাশের কিছু অংশ, আনোয়ারা মৎস্য আড়ৎ ও হাসেম আলী পাইকারি কাঁচা বাজারসহ প্রায় ৬.৪৫ একর জায়গা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। সেখানে স্থানীয় কিছু লোক দখলে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। একাধিকবার নোটিশ বা মাইকিং করলেও ব্যবসায়ীরা তা আমলে নেননি। পরবর্তীতে গত বছরের ১ ও ২ ডিসেম্বর উচ্ছেদ অভিযানের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড জায়গা উদ্ধার করলেও কিছু অংশ বেদখল থেকে যায়। আইনি জটিলতার কারণে দীর্ঘ তিনমাস উচ্ছেদ অভিযান বন্ধ ছিল। অন্যদিকে উদ্ধারকৃত জায়গায় টিনের ছাউনি দিয়ে পুনরায় দখল নিতে থাকে কিছু অসাধু ব্যবসায়ী।