ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
ডুমুরিয়ায় ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার বিভিন্ন বজারে স্বাস্থ্যবিধি না মানা ও পরিমাপ মানদণ্ড আইনের আওতায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াদুদ।
উপজেলার কাঁঠালতলা, খর্ণিয়া ও চুকনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইনে আব্বাস হোটেলে ১০ হাজার টাকা এবং কয়েকজন পথচারির কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এছাড়াও ওজন পরিমাপ মানদন্ড আইনে জ্বালানি তেল কম দেয়ার অপরাধে চুকনগর পেট্রোল পাম্পে ৫০ হাজার টাকা ও একই আইনের অধীনে চুকনগর বাজারের মুদি ব্যবসায়ী দেবকুমার রাহাকে ২ হাজার টাকা জরিমানা করেন। এবং কাঁঠালতলা বাজারে লাইসেন্স না থাকার অপরাধে একটি ‘স’ মিল সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনার সময় বিএসটিআই’র পরিদর্শক আলমাস মিয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।