নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসা রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে সচেতনতায় লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ প্রোটেকশন অ্যাসোসিয়েশন (বিসিপিএ)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেনারেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস সামাদ, বিসিপিএ’র সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, যশোরে প্রাণঘাতি ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। ফেলে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, পাস্টিক পাত্র, ভাঙ্গা হাড়ি-পাতিল, এয়ার কন্ডিশন ও রেফ্রিজারেটরের তলায় পানি জমতে দিবেন না। দীর্ঘদিন এসব পাত্রে জমে থাকা পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। ফলে এসব স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে জনসচেতনতার বিকল্প নেই। এছাড়াও তিনি বলেন, ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা প্রচুর পরিমাণে তরল খাবার বা পর্যাপ্ত পানি গ্রহণ করা এবং পর্যাপ্ত বিশ্রাম নেয়া। ঘুমানোর সময় এমন পোশাক পরবেন না যাতে আপনার হাত-পা উন্মুক্ত থাকে।
এসময় আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান, আজাহারুল ইসলাম, মশিয়ার রহমান, আলমগীর ফারুক, জহুরুল ইসলাম ও বিপ্লব হোসেন প্রমুখ।