কল্যাণ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলায় ডোবার পানিতে পড়ে মিঠাই নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম বর্মনপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত মিঠাই একই গ্রামের নীলবাবু বর্মনের মেয়ে।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে শিশু মিঠাই বাড়ির পাশে খেলা করছিল। এ সময় সবার অগোচরে মিঠাই নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের একটি ডোবার পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানি, দুদকের অভিযান