নিজস্ব প্রতিবেদক
যশোরে হয়রানির প্রতিবাদে মানববন্ধন শেষে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও যশোর পৌরসভার কাছে অভিযোগ দিয়েছেন শহরের এমকে রোডের ডোম সমাজ পঞ্চায়েত কমিটি। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও যশোর পৌরসভার কাছে তারা অভিযোগ করেন।
পঞ্চায়েত কমিটির সভাপতি পান্না লাল ডোম অভিযোগে করে বলেন, শহরের তালতলা ঢাকা রোড হরিজন কলোনীর পঞ্চায়েত ও তালতলা পূজা কমিটির সদস্য ও নেতৃবৃন্দ দীর্ঘ দিন যাবত তাদের প্রচলিত ব্যবসায়ের উপর হস্তক্ষেপ ও মাসিক চাঁদা দাবি করে আসছে। আমরা চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে তারা আমাদের নামে মিথ্যা অভিযোগ ও বানোয়াট ভাবে আমাদের মা-বোনেদের নামে অসামাজিক কার্জকলাপে জড়িত থাকার বিষয়ে মিথ্যা কুৎসা রটিয়ে বেড়াচ্ছে। এছাড়া আমাদের বাড়িঘর ও সম্পদের উপর নানা রকম হামলার অপপ্রচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, তাদের মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাদের পঞ্চায়েতে পুলিশ এসে যাচাইবাছাই করে। তাদের অভিযোগ মিথ্যা প্রমানিত হয়েছে। এমতাবস্থায় আমরা পঞ্চায়েতবাসী সর্বক্ষণ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা ৩০ টা পরিবার খুবই আতংকের ভিতর দিনাতিপাত করছি। তাদের কিছু বিপথগামী কর্মীগণ প্রতিনিয়ত আমাদের দ্বারা নানা রকম মাদকদ্রব্য ও অবৈধ্য পদার্থ আমাদের পঞ্চায়েতের ভিতর প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে।
আমাদের পঞ্চায়েতের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে তারা যশোর পৌর মেয়র ও জেলা প্রশাসকের কাছে বিষয়গুলির সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান।