নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক ডা. হারুন আল রশীদকে সভাপতি এবং ডা. মো. জহিরুল ইসলাম শাকিলকে মহাসচিব করে বিএনপিন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে চিকিৎসক সমাজের বিভিন্ন পর্যায়ের সিনিয়র ও তরুণ নেতৃত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের নীতিনির্ধারকদের মতে, চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠা, স্বাস্থ্যখাতের সংস্কার এবং জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ কমিটির মূল অঙ্গীকার।
মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্যাবের ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জানানো হয়েছে।
পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান। মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। কমিটিতে যুগ্ম মহাসচিব পদ পেয়েছেন যশোরের সন্তান সাবেক ভিপি ডা. আব্দুল্লাহ আল মামুন। কোষাধ্যক্ষ হয়েছেন ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু। তথ্যপ্রযুক্তি, সমাজকল্যাণ, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার, সাহিত্য, গবেষণা, আন্তর্জাতিক ও নারীবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ অগাস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে হারুন আল রশীদ সভাপতি এবং জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটি ছাড়াও ৫৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও অনুমোদন দিয়েছে বিএনপি।
সর্বশেষ
- যশোরে জাতীয় পার্টির মনোনয়ন লড়াইয়ে উত্তাপ, ছয় আসনে ১৫ প্রার্থী
- নির্বাসনের অবসান, প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণ
- ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ডিবির জালে শার্শা উপজেলা ছাত্রলীগ নেতা আকুল
- ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
- চৌগাছা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী গ্রেফতার
- বাংলাদেশ নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য : পররাষ্ট্র উপদেষ্টা
- বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, জয়ীরা পাবেন তারেক রহমানের সাক্ষাৎ
