ঢাকা অফিস
রাজধানীর যাত্রাবাড়ীর জনপদ মোড় ও ভাটারা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- অটোরিকশাচালক মো. আব্বাস (৩২) ও যাত্রী আব্দুর লতিফ (৫৬) এবং ভাটারায় সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাকর্মী আহসান (৫২)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
যাত্রাবাড়ীর আহতের ভাই মো. সুমন বলেন, আমার ভাই কাঁচামাল ব্যবসায়ী। সকালের দিকে অটোরিকশায় করে যাওয়ার সময় যাত্রাবাড়ীর জনপথ মোড় এলাকায় তিনজন ছিনতাইকারী অটোরিকশা গতিরোধ করে। এ সময় অটোরিকশাচালক আব্বাসকে ধারালো অস্ত্র দিয়ে ডান হাতে ও বাম পায়ের নিচে আঘাত করে এবং আমার ভাইকে বাম হাঁটুর নিচে আঘাত করে তারা পালিয়ে যায়।
তিনি বলেন, আমাদের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলব থানায়। বর্তমানে কদমতলা রাজারবাগ এলাকায় থাকতেন। রিকশাচালকের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায়।
অন্যদিকে ভাটারা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহসান (৫২) নামে এক উত্তর সিটি করপোরেশন এসটিএস বর্জ্য ব্যবস্থাপনাকর্মী আহত হয়েছেন।
তাকে নিয়ে আসা সহকর্মী মো. শাহাবুদ্দিন জানান, আহত আহসান ভাটারা সিটি করপোরেশনের এসটিএস বর্জ্য ব্যবস্থাপনাকর্মী ভোরের দিকে ভাটারার বারিধারা উত্তর সিটি করপোরেশনের ময়লা পরিষ্কার করার সময় তিনজন ছিনতাইকারী আহসানের ডান পায়ে ছুরিকাঘাত করে তার কাছে থাকা একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত জানান, সকালে যাত্রাবাড়ী ও ভাটারা এলাকা থেকে আহত অবস্থায় তিনজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।