কল্যাণ ডেস্ক
ঢাকাসহ পাঁচটি বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৭ মিলিমিটার, রাজারহাট ও ময়মনসিংহে ৫ মিলিমিটার, নেত্রকোনায় ৪ মিলিমিটার, তেঁতুলিয়া ও মাদারীপুরে ৩ মিলিমিটার, ঢাকা, যশোর ও চাঁদপুরে ২ মিলিমিটার এবং টাঙ্গাইল, পটুয়াখালী ও মাইজদীকোর্টে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া ফরিদপুর, গোপালগঞ্জ, নিকলি, ঈশ্বরদী, শ্রীমঙ্গল, ভোলা, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও ডিমলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে।
আজ বৃহ্স্পতিবার (১৬ মার্চ) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস আর গতকাল দেশের সবোর্চ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলায় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ