কল্যাণ ডেস্ক: বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি আজ রাতে ঢাকা মাতাবেন। ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আজ দুপুরে ঢাকায় পৌঁছেছেন ‘দিলবার’ গানে নেচে খ্যাতি পাওয়া নোরা। ঢাকায় অনুষ্ঠান শেষ আগামীকাল সকালে কাতারের উদ্দেশে রওনা দেবেন এই তারকা। সেখানে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন তিনি।
বিশ্বকাপ উপলক্ষে নোরার জন্য গান তৈরি করেছে ‘রেড ওয়ান’। যারা ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানও প্রযোজনা করেছে। বিশ্বকাপের থিম সং পারফর্ম করবেন নোরা।
এই তারকাকে নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠানের আয়োজন করেছে ওমেন্স লিডারশিপ করপোরেশন। রাত ৮টায় মঞ্চে উঠবেন নোরা। পারফর্ম করবেন ৪০ মিনিট।
এদিকে, নোরার পরিবেশনা নিয়ে গতকাল জটিলতা তৈরি হয় স্বল্প সময়ের ব্যবধানে তথ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের গুরুত্বপূর্ণ সব টেবিল ঘুরে রাত ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয় নোরা ফাতেহির এই আয়োজনকে।
মরোক্কান বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা আইটেম গার্ল। তার নজরকাড়া নাচে মুগ্ধ বাংলাদেশের দর্শকও। এ কারণে ঢাকায় নোরার আয়োজন ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।