কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
জিহাদ হাসান তুহিন। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিটে মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও দুঃশ্চিন্তায় রয়েছেন জিহাদ ও তার পরিবার। মেধাবী জিহাদ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে মেধা তালিকায় ৩৬ তম এবং গুচ্ছ বি ইউনিটে মেধা তালিকায় ৪৭১তম হয়েছেন। জিহাদ হাসান কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহজাহান আলী ও জাহানারা বেগমের সন্তান। গরীব হতদরিদ্র জিহাদ এতদিন পড়াশোনা করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতায়। কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হবে কি না সংশয়ে তার পরিবার। বর্তমানে পরিবারের পক্ষে ঢাবিতে ভর্তির জন্য প্রায় ২০ হাজার টাকা জোগাড় করা অসম্ভব।
জিহাদের বড় ভাই জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। দুই ভাই ও বাবা-মা ৪ শতক জমির উপর তৈরি একটি টিনের ঘরে বসবাস করেন। ঘরে জায়গা না হওয়ায় বাইরে একটি চালা করে সেখানেই থাকেন ও লেখাপড়া করেছেন।
জিহাদের মা জাহানারা বেগম জানান, এনজিও এবং মানুষের কাছ থেকে ঋণ নিয়ে এইচএসসি পরিক্ষার পর বিভিন্ন স্থানে কোচিং এবং পরিক্ষা দিতে যাবার জন্য খরচ দিয়েছেন। এছাড়া এইচএসসি পড়ার সময় ঝিনাইদহের হেল্পফুল হ্যান্ড নামের একটি সংগঠন তাদের আর্থিক সহযোতিা করেছেন। এখন ছেলের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে পরিবারটি চিন্তিত। জিহাদের বাবা বর্তমানে বেকার। আগে ইটভাটার গাড়ি চালাতেন সেটাও বন্ধ রয়েছে।
উল্লেখ্য, জিহাদ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।