কল্যাণ ডেস্ক
ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ষোলঘর কবরস্থান এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ২৫ জন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের ভূইচিত্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে মাওয়াগামী একটি ট্রাক সড়কের ওপরে নষ্ট হয়ে গেলে সেটি ট্রাকের একজন হেলপার মেরামত করতে থাকেন। এমন সময় পেছন থেকে একটি শরীয়তপুরগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেল্পার মারা যান। বাসের বাঁ পাশের পুরো অংশ ভেঙে গিয়ে প্রায় ২৫ জনের মতো আহত হয়েছে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, মাওয়াগামী একটি থেমে থাকা নষ্ট ট্রাকের পেছন থেকে শরীয়তপুরগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে হেলপার ও পরবর্তীতে আরও তিনজন মারা যায়। এতে ২৫ জনের আহত হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
