কল্যাণ ডেস্ক
নারীদের জরায়ুমুখের ক্যানসার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যাগুলোর মধ্যে একটি। প্রতিবছর ১২ হাজার নতুন রোগী শনাক্ত হয় এবং ৬ হাজার রোগীর মৃত্যু হয়। জরায়ুমুখের ক্যানসার বাংলাদেশের নারীদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক ক্যানসার রোগ।
ভয়ানক এ পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সার্ভিক্যাল ক্যানসার স্ক্রিনিং, প্রশিক্ষণ ও গবেষণাকেন্দ্র স্থাপনের দিকে মনোনিবেশ করেছে। এ জন্য ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্যকর্মীদের জন্য প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রশিক্ষণকেন্দ্রটি উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক আহমেদুল কবির, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নাজমুল হক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক শফিকুল আলম চৌধুরী, গাইনি ও ওবিএস বিভাগের বিভাগীয় প্রধান ও গাইনি অনকোলজি অধ্যাপক নাজমা হক, অধ্যাপক ফাতেমা রহমানসহ অন্য অধ্যাপক ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণকেন্দ্রটির মূল লক্ষ্য হলো একটি জাতীয় প্রশিক্ষণকেন্দ্রে পরিণত হওয়া, যা বাংলাদেশে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সার্ভিক্যাল ক্যানসার স্ক্রিনিং ও চিকিৎসা সেবা প্রদানে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করবে।
ক্যানসার স্ক্রিনিং, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার বাংলাদেশে জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ এবং সচেতনতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা এই মারাত্মক রোগের বিরুদ্ধে লড়াইয়ে আশা এবং একটি নতুন উদ্দীপনার দ্বার উন্মোচন করবে।
হেলথ অ্যান্ড এডুকেশন ফর অলের (হাইফা) কান্ট্রি ডিরেক্টর এবং সিইও এ টি এম জাফরুল হাসান, হাইফর ন্যাশনাল ক্লিনিক্যাল কো-অর্ডিনেটর শারমিন সুলতানা ঊর্মি, জাতিসংঘের জনসংখ্যাবিষয়ক সংস্থা ইউএনএফপিএর প্রোগ্রাম অ্যানালিস্ট মো. শামসুজ্জামান ও প্রজেক্ট কো-অর্ডিনেটর ফাতেমা শাহজাহান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনপরবর্তী অনুষ্ঠানে বক্তারা নতুন এ সুবিধার গুরুত্ব ও তাৎপর্য সবার মধ্যে তুলে ধরেন।
প্রোগ্রামটি ব্রাউন ইউনিভার্সিটি গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভ, হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল (হাইফা) এবং ইউএনএফপিএর কাছ থেকেও সহায়তা পেয়েছে, যারা প্রশিক্ষণকেন্দ্রটির সাফল্য নিশ্চিত করতে তাদের কারিগরি দক্ষতা প্রদান করছে।
এ সংস্থাগুলো কুড়িগ্রামের নয়টি ও কক্সবাজারের ছয়টি উপজেলায় সার্ভিক্যাল ক্যানসার প্রোগ্রামের মাধ্যমে জনস্বাস্থ্য পরিষেবার সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণের সঙ্গেও জড়িত।
আরও পড়ুন: বিজ্ঞাপন নিয়ে বেআইনি চুক্তি, ৬০ কোটি রাজস্ব বঞ্চিত ঢাকা উত্তর সিটি
