নিজস্ব প্রতিবেদক
তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনা বৃদ্ধিকরণের জন্য প্রচার কার্যক্রমে অংশীজনের সমন্বয়ে যশোরে সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ সভার আয়োজন করে। সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী ফারুক আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মঈনউল ইসলাম। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক সাবিহা কবির, ডা. চন্দ্র শেখর কুন্ডু, ডা. তোফাজ্জেল হোসেন, ডা. সাদিকা ফেরদৌস, ডা. শাহানাজ পারভীন, চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা প্রমুখ।
