নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিকালে ঝিকরগাছা বিএম হাইস্কুল মিলনায়তনে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল।
সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় সভাতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। স্বাগত বক্তা হিসাবে ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে এ দেশ স্বাধীন হতো না। সারাবিশ্ব বাংলাদেশের নামের আগে থেকেই বঙ্গবন্ধুর নাম জানে, যার অবদান হিমালয় পাহাড়ের সমান। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর, ঝিকরগাছা বিএম হাইস্কুল এর প্রধান শিক্ষক আব্দুস সামাদ।