নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা ক্রীড়া সংস্থা ভোটার তালিকা প্রস্তুতের জন্য প্রতিনিধিদের নাম চেয়ে বিভিন্ন ক্লাব ও সংস্থার কাছে পত্র দিয়েছে। কতটা ক্লাব ও সংস্থাকে এ চিঠি দেয়া হয়েছে তা নিয়ে রীতিমতো ধোয়াশার সৃষ্টি হয়েছে। তাই সেই তথ্য পেতে জেলা ক্রীড়া সংস্থার ৬ সদস্য সাধারণ সম্পাদক বরাবর গতকাল আবেদন করেছিলেন। কিন্তু আবেদনটিই গ্রহণ করা হয়নি।
আবেদনকারীরা হলেন, দি নিউ স্টার ক্লাবের সভাপতি আসাদুজামান মিঠু, মুরাদ স্মৃতি সংঘের সভাপতি এএফএম মঈনুদ্দিন রোম, প্রান্তিক ক্রীড়া চক্রের সভাপতি আনিসুজ্জামান পিন্টু, ডলফিন সুইমিং ক্লাবের সভাপতি আব্দুল মান্নান, যশোর বয়েজ ক্লাবের সভাপতি এসএম শামীম এজাজ ও শামসুর রহমান খোকামিয়া স্মৃতি সংঘের আকসাদুর রহমান।
আবেদন ফরম নিয়ে যাওয়া আনিসুজ্জামান পিন্টু বলেন, বাংলাদেশ সরকারের তথ্য আইন অনুযায়ী দেশের যে কোন নাগরিকের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। তাই আমরা যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন উপলক্ষে কতটা ক্লাব বা কাউন্সিলরদের নাম চেয়ে আবেদন করা হয়েছে তার তথ্য চেয়ে সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেছিলাম। কিন্তু জেলা ক্রীড়া সংস্থার অফিসের কেউ চিঠি গ্রহণ করেনি। এমনকি ভারপ্রাপ্ত সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবালের কাছে গেলেও তিনি আবেদন গ্রহণ করেননি। তবে এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য শৈবালকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।