সংবাদ বিজ্ঞপ্তি
সরকারের পদত্যাগ, দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নির্বাচনী আইনের সংস্কার, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো ও রেশনিং ব্যবস্থা চালুসহ যশোরে নানা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার বিকালে সংগঠনটির যশোর জেলা শাখার আয়োজনে এই মিছিল বের হয়। প্রেস ক্লাব যশোরের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চিত্রার মোড়ে এসে শেষ হয়ে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলার সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা তসলিম উর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড ইলাদাদ খান, বাসদের জেলা সমন্বয়ক শাহজান আলী, বাসদ মার্কসবাদীর জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান। মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলার সহ সাধারণ সম্পাদক আমিনুর রহমান হিরু, বাসদের জেলা নেতা আলাউদ্দিন, বাসদ মার্কসবাদীর জেলা নেতা দিলিপ ঘোষ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা পলাশ বিশ্বাস।