নিজস্ব প্রতিবেদক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী যশোর উন্নয়নের কারিগর খ্যাত তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার শহরের আরএন রোডে স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য মিজানুর রহমান খান।
এ সময় বক্তারা বলেন, তরিকুল ইসলাম তার অমর কীর্তির মাধ্যমে আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন। আজকে যশোর শুধু নয় দেশের দক্ষিণ-পশ্চিম জনপদে অসংখ্য উন্নয়নে তরিকুল ইসলামের হাতের ছোঁয়া রয়েছে। তিনি আমাদের সুখ দুঃখে সাথী ছিলেন। একজন প্রকৃত অভিভাবকের যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করে গেছেন। আমাদের প্রিয় অভিভাবক তরিকুল ইসলামের শুন্যতা প্রতিক্ষণে অনুভব করি। পরে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মুনসুর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মাহতাব নাসির পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, বিএনপি নেতা আতাউর রহমান আতাউল্লাহ, মোকসেদ আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী তানভীরুল ইসলাম সোহান, এজাজ উদ্দিন টিপু প্রমুখ।
এর আগে আরএন রোড নতুন বাজার এলাকায় যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম বাবু, জেলা যুবদলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সৈয়দ আক্তার জামান, সহ-ক্রীড়া সম্পাদক বুলবুল আহমেদ, গণ শিক্ষা সম্পাদক সালাউদ্দিন আশিক, সদস্য শহিদ হাসান সাবু, নগর যুবদল নেতা রাকিবুল ইসলাম বিদ্যুৎ, মুনছুর আহমেদ প্রমুখ।