নিজস্ব প্রতিবেদক
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা যশোর শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় প্রথম অধিবেশন এবং দুপুর ২টা ৩০ মিনিটে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা আজমল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এবং কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক ও খুলনা জোন ইনচার্জ হাফেজ মাওলানা অধ্যক্ষ আ.খ.ম মাসুম বিল্লাহ।
প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) খান মো. মাসুম বিল্লাহ। তিনি বলেন, হিফয ও কুরআন শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ব্যবস্থার সমন্বয় অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মাদরাসার শিক্ষার্থীরা নৈতিকতা, আদর্শ ও জ্ঞানচর্চায় অগ্রসর হয়ে দেশ ও জাতির জন্য সম্পদে পরিণত হবে।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। তিনি বলেন, মাদরাসা শিক্ষা এখন আধুনিক শিক্ষার মূলধারার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। কুরআন শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ে তানযীমুল উম্মাহর শিক্ষার্থীরা দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হিফয, নাযেরা ও নূরানী গ্রুপের মোট ৮৩ জন ছাত্রকে সবক প্রদান করেন, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম ও খুলনার দারুল উলুম মাদরাসার প্রধান ক্বারী হাফেজ মাওলানা ক্বারী মুস্তাকিম বিল্লাহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, তানযীমুল উম্মাহ শুধু কুরআন শিক্ষা নয়। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও নেতৃত্ব গুণ বিকাশের মাধ্যমে আলোকিত মানুষ গড়ে তুলছে। এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা অপরিহার্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওন এবং ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আশরাফ আলী। স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এম এম রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, তানযীমুল উম্মাহ মাদরাসা গার্লস শাখার প্রধান হাফেজ হাফিজুর রহমান, অনাবাসিক সেকশনের প্রধান আসাদুজ্জামান, প্রি-হিফয শাখা প্রধান সৈয়দ সাইফুল ইসলাম, আমিনুল হিফয হাফেজ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাসুদুর রহমান, নাযেম-ই তালিমাত বায়জিদ হোসেন, সহ-আমিনুল হিফয হাফেজ ইসমাঈল হোসেন, হাফেজ আরিফ হোসেন, সহ-নাযেম-ই তালিমাত বুলবুল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে যশোর জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে কুরআন তিলাওয়াত, হামদ-না’ত, সাধারণ জ্ঞান ও অন্যান্য প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।