নিজস্ব প্রতিবেদক
প্রচণ্ড তাপদাহে ওষ্ঠাগত প্রাণিকূল। চরম বিপদে পড়েছেন শ্রমজীবী মানুষ। ঠিক সেই সময়ে শ্রমজীবী রিকশা চালকদের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য সামির ইসলাম পিয়াস। তিনি শহরের বিভিন্নস্থানে রিকশা চালকদের মাঝে ছাতা বিতরণ করেছেন। ছাতা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ খান, শহর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামীম জাকারিয়া, সদস্য আমিন মীর, শহর আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের, জেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল হুদা পনির, সদর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আবুল কাশেম ও যুবলীগের সদস্য মোহাম্মদ শাহিন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইব্রাহিম শরীফ বিন্তু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান, সদর উপজেলা যুবলীগ নেতা সজীব পাটোয়ারী, মেহেদী হাসান, জেলা ছাত্রলীগ নেতা মুস্তাকিম, ফাহিম শারিয়ার প্রান্তরসহ অন্যান্য নেতৃবৃন্দ।