বিনোদন ডেস্ক
২০২৩ সালে মুক্তির অপেক্ষায় থাকা অন্যতম সিনেমা ‘জেলার’। কারণ ছবিতে আছেন ভারতের বিভিন্ন সিনেমা ইন্ডাস্ট্রির এক ঝাঁক তারকা। ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন রজনীকান্ত। তামিল এই সুপারস্টারের সঙ্গে মালয়ালম ও কন্নড় ইন্ডাস্ট্রিরও দুজন সুপারস্টার আছেন। এমন তারকায় ভরপুর ছবিতে এবার যুক্ত হলেন তামান্না ভাটিয়া।
এত নামকরা অভিনয়শিল্পী দিয়ে ভরপুর ছবিটি নিয়ে তাই উচ্ছ্বাসটা একটু বেশিই। সম্প্রতি তামান্না হায়দরাবাদে দুই দিনের শুটিং শেষ করেছেন। ছবির কাছের একটি সূত্র বলছে, ‘দুটো ছবির শুটিং নিয়ে একেবারে দৌড়ের ওপর আছেন তামান্না ভাটিয়া।
একদিকে তামিল ছবি ‘জেলার’-এর শুটিং শেষ করেছেন। অন্যদিকে কোচিতে করবেন মালয়ালম ছবি ‘বান্দ্রা’র শুটিং। এরপরেই আবার চেন্নাইতে রজনীকান্ত ও তার দলের সঙ্গে করবেন ‘জেলার’-এর এক দিনের শুটিং। পরে বেশ কয়েক দিন শুটিং করবেন মার্চ-এপ্রিলের দিকে।’
এমন একটি বিশাল প্রকল্পে যুক্ত হতে পেরে নিজেও রোমাঞ্চিত তামান্না। ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘একটা ব্যস্ত বছর আশীর্বাদের মতো। আমি শুধু একটা চরিত্র থেকে অন্য একটি চরিত্রে নিজেকে পাল্টে নিচ্ছি খুবই কম সময়ের মধ্যে। কখনো কখনো এটি বেশ চাপেরও হয়ে যায়।’
অনেক ছবিতে দেখা যাবে এ বছর তামান্নাকে। ‘জি কার্দা’, ‘লাস্ট স্টোরি’, ‘ভোলা শংকর’, ‘জেলার’সহ আরও অনেক ছবি আছে তার হাতে।
আগেই বলা হয়েছে, ‘জেলার’ ছবিতে আছেন নামকরা দুই তারকা। তারা হলেন মোহনলাল ও শিবরাজকুমার। মোহনলাল সম্প্রতি হায়দরাবাদে রজনীকান্তের সঙ্গে শুটিং করছেন। এ ছাড়া ছবিতে আরও দেখা যাবে রামায়া কৃষ্ণণ, বিনায়াকন, যোগি বাবু, বিশ্বনাথ রবি প্রমুখ।
আরও পড়ুন: নিষিদ্ধ ভালোবাসার গল্পে মেহ্জাবীন
১ Comment
Pingback: খোলামেলা পোশাক হয়তো অনেকের ভালো লাগে: শ্রাবন্তী - দৈনিক কল্যাণ