নিজস্ব প্রতিবেদক
তারাবির নামাজ পড়তে বের আর বাড়ি ফেরেননি আফজাল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ। গত ৩০ মার্চ শনিবার রাতে তারাবির নামাজ পড়তে গিয়ে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার বাড়িতে আর ফিরে আসেননি। স্বজনরা খোঁজ নিয়ে সন্ধান না পেয়ে পরদিন সকালে যশোর কোতোয়ালি থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে আফজাল হোসেনের ছেলে আক্তারুজ্জামান বলেছেন, গত ৩০ মার্চ রাত ৮টার দিকে বাড়ির পাশে মসজিদে তারাবির নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন তার পিতা। রাতে বাড়ি ফিরে না আসায় আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজখবর নিয়ে না পাওয়ায় পরদিন ৩১ মার্চ কোতোয়ালি থানায় জিডি করা হয়।
তার শারীরিক বর্ণনা উচ্চতা অনুমান ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, স্বাস্থ্য মিডিয়াম, মুখমন্ডল গোলাকার, মাথার চুল কালো। তিনি বাংলা ভাষায় কথা বলেন।
কেউ তার সন্ধান পেয়ে থাকলে ছেলে আক্তারুজ্জান সোহাগের (মোবাইল নং ০১৭১২২০২৫০১ তে) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।