নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোর শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার নগর যুবদলের ৪,৬ এবং ৯ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী প্যাকেট তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। প্রথমে তিনি ৪ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে ঢাকা রোডস্থ পুরাতন কসবা এলাকায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। পরে তিনি ৬ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে রেলস্টেশন এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে নাজির শংকরপুর এলাকায় খাদ্য সামগ্রী প্রদান করেন। পৃথক তিনটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল, বিএনপি নেতা আলী হোসেন মদন, তসলিম উল বারী, শাহজাহান বাবু, আব্দুর রাজ্জাক, আব্দুল ওহাব কালু, ফেরদৌস ওয়াহিদ লিটন, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুবদল নেতা ইসমাইল হোসেন মুন্না, মাসুদ রানা, আব্দুর রউফ মিন্টু প্রমুখ।