নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শার পুটখালী ইউনিয়নে বিএনপির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতি করেন ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী বাংলাদেশকে নতুন করে ঠেলে সাজাতে হবে। দুর্নীতি চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্বের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করে শার্শার আসনটি তারেক রহমানকে উপহার দিতে হবে।
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দল শার্শার আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, মহিলা দলের সভানেত্রী রিনা পারভীন প্রমুখ।
উপস্থিত ছিলেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আতাউর রহমান আতা, কৃষক দলের নেতা আলমগীর হোসেন টিপু, মৎস্য দলের যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান তুহিন, যুবদল নেতা ফারুক হোসেন, ছাত্রদল নেতা বিপ্লব হোসেন, জিয়াউর রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ আলী সুজন, মিকাইল হোসেন, তবিবর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
