নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
কবর জিয়ারত শেষে তিনি বাহাদুরপুর বাজারে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে উঠান বৈঠক করেন। পরবর্তীতে তিনি একই ইউনিয়নের শাঁখারিপোতা বাজারে গণসংযোগে অংশ নেন।
উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তারেক রহমানের ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে জনগণের অধিকার ফিরে আসবে, দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটবে।”
তিনি আরও বলেন, “ধানের শীষ প্রতীক যার হাতে তুলে দেবেন তারেক রহমান, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয়ই জাতীয় মুক্তির বিজয়।”
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ এবং শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুনতাসিম আজিম সাগর, বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি মো. সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, শার্শা থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, শার্শা থানা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনসার আলী এবং যুব নেতা ইমতিয়াজ আহমেদ রিয়াল।
এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব ম-ল, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, ছাত্রনেতা খাদেমুল বাসার সুমন প্রমুখ।

 
									 
					