তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে জামিরুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আঠারমাইল-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, কিশোর জামিরুল সকালে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে তালা উপশহরে যাচ্ছিল। এ সময় গোনালী বাজার এলাকায় এলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জামিরুল ঘটনাস্থলেই নিহত হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনূল ইসলাম সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।