পাটকেলঘাটা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ৩ টি পানের বরজে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই পান চাষিদের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে খলিষখালী পুলিশ ক্যাম্পের এএসআই তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার গভীর রাতে।
ক্ষতিগ্রস্থ পানচাষী সাংবাদিকদের জানান, সোমবার গভীর রাতে কে বা কারা পাল পাড়ার তাপস পাল মনা, পুরস্কার পাল ও পলাশ পালের ৩ টি বরজে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয় ওয়ার্কার্স পার্টির নেতা সুফল আশ জানান এর আগেও দুর্বৃত্তরা কয়েকবার একাধিক পানের বরজে আহুন দিয়েছে। এলাকার পান চাষীরা দৈনিক কল্যাণকে জানান চোর ধরে পুলিশে দেয়ায় ক্ষুব্ধ হয়ে চোরেরা পানের বরজে আগুন দিয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।