পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তালা উপজেলা প্রসাশনের উদ্যোগে তালায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপি বইমেলা। আগামী সোমবার পর্যান্ত চলবে বইমেলা।
ইতোমধ্যে বইমেলাটির স্টল সাজানো, সাজসজ্জাসহ নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
স্বাস্থ্যবিধি মেনে ১৯ ফেব্রুয়ারি শনিবার থেকে শুরু হয়ে মেলাটি আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন বিকেল পর্যন্ত চলবে বলে উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে বইমেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা দর্শনার্থী, পাঠক এবং জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, বাংলা ভাষার মর্যাদা এবং ভাষাপ্রীতি সম্বন্ধে আমাদের আন্তরিকতা বাড়ানোর জন্য বইমেলার বিকল্প নেই। আমাদের পরবর্তী প্রজন্মকে বইয়ের সাথে স¤পৃক্ত রাখতে এ বইমেলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, ইতোমধ্যে মেলার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। বইমেলায় ২০ টি স্টলসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইব্রেরিগুলো অংশ নিবে। তিনি সকল পাঠক এবং দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে বইমেলায় আসার জন্য আহ্বান জানান।